ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে গণধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
রাজবাড়ীতে গণধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীতে তরুণী গণধর্ষণ মামলায় আনিসুর রহমান ফকির (৩০) নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ডিগ্রিচর বারোখাদা (নাভারের চর) গ্রামের নিজাম ফকিরের ছেলে।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মজলিশপুর গ্রামে এক তরুণী অটোযাত্রীকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে চার অটোচালকসহ সাতজন মিলে গণধর্ষণ করেন। এ ঘটনার পরদিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বসন্তপুর বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় তিন অটোচালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রোববার (২৫ ফেব্রুয়ারি) ওই তরুণী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, এ গণধর্ষণের ঘটনায় সহযোগিতা করেন অটোচালক আনিস। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটজয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।