ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নয়ন দেব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

নয়ন রেল স্টেশনে পপকর্ন বিক্রি করতো। শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকার হরেন্দ্র দেবের ছেলে সে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাজিদুল হক বাংলানিউজকে জানান, দুপুরে সিলেট থেকে ঢাক‍াগামী পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌঁছায়। এসময় ভেতরে থাকা নয়ন ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভতি করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নয়নকে সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।