রোববার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের দৌড়গরিয়া গ্রামের মাঠের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমরান হোসেন দৌড়গরিয়া গ্রামের তোক্কেল হোসেনের ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানি ফেরদৌস বাংলানিউজকে জানান, শুক্রবার (১৬ মার্চ) থেকে ইমরান নিখোঁজ ছিলেন। সকালে দৌড়গরিয়া গ্রামের মাঠের ভুট্টাক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ইমরানের পরিবার ওই মরদেহের পরনে থাকা প্যান্ট ও গেঞ্জি দেখে তাকে শনাক্ত করেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইমরানের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি