রোববার (১৮ মার্চ) সকালে মাদারীপুর আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি পালিয়ে যান। পরে দুপুরের দিকে জেলার কালকিনি উপজেলার ডাসার থানার খিলগ্রাম এলাকা থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।
শাহাদাত ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।
পুলিশ জানায়, সকালে শাহাদাতকে আদালতে নিয়ে যাওয়া জন্য একটি ভাড়ায় চালিত ভ্যানে তাকে ওঠানো হয়। ভ্যানটি কিছু দূর যাওয়ার পর শাহাদাত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আবারো গ্রেফতার করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শাহাদাতের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি