রোববার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন গোবরদিয়া গ্রামের মো. মানিকের ভাড়া দেয়া ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভাড়াটিয়া মুদি দোকানি আব্দুল হক বাংলানিউজকে বলেন, দুপুরে আগুন দেখে আমার স্ত্রী বিনার চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেব নাথ বাংলানিউজকে জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরবি/