রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জোহরা উপজেলার গাংগাটিয়া গ্রামের সুবা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হচ্ছিলেন জোহারা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপস্থিত জনতা বাসের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করার দাবি করলেও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরজুন মিয়া।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোনো হেলপার আটক হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরআইএস/