রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ভোরে উপজেলার চাঁনপুর সীমান্ত পিলার ১২০২/১১-এস এর বারেকটিলা নামক স্থান থেকে ২১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫শ’ টাকা।
অপরদিকে মাছিমপুর সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর গামারীতলা নামক স্থান থেকে ১৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫শ’ টাকা। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরবি/