ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

একেবার নতুন পিচ, স্কোর হবে ১৮০-৯০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
একেবার নতুন পিচ, স্কোর হবে ১৮০-৯০ প্রেমাদাসা স্টেডিয়াম-ফাইল ছবি

ঢাকা: নিদাহাস ট্রফিতে কলম্বোয় বাংলাদেশ ও ভারতের ফাইনাল ম্যাচের পিচকে একেবারে নতুন বলে উল্লেখ করেছেন অজি সাবেক পেসার ব্রেট লি।

পিচ রিপোর্টে এ পেস তারকা বলেন, পিচ ঘাস দিয়ে মোড়ানো এবং খুবই শক্ত। নতুন বলে ব্যাটিং হবে দারুণ।

তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পিচে টার্ন হবে। সেক্ষেত্রে প্রথমে ব্যাট করলে স্কোর হবে ১৮০-৯০ রান।

এদিকে টস জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও পিচকে ‘দারুণ’ উল্লেখ করেছেন। টস জয়ী হয়েও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে ফাইনালে ভারতের হারের রেকর্ডের তথ্য মনে করিয়ে দিয়ে ‘সিড’ নামে একজন টুইট করেছেন- ২০০৩ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের হারের রেকর্ড রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।