রোববার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শিবসেন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের মনির সরকারের মেয়ে মাফিয়া খাতুন (৭) ও আসমা খাতুন (৫)।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক বাংলানিউজকে জানান, বিকেলে শিবসেন গ্রামে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মনির, তার ভাই নুর আলী সরকার, বিল্লাল সরকার ও প্রতিবেশী হাকিম বেপারির চারটি বসত ঘর ও চারটি রান্না ঘর পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরবি/