ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মানিকগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২ গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতা/ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- মানিকগঞ্জেরর ঘিওর উপজেলার বড় রামকান্তপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩০) ও দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া চরের মৃত খায়ের মোল্লার ছেলে মহিদুর মোল্লা (৩৩)।

রোববার (১৮ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মানিকগঞ্জের নব নিযুক্ত পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

 

পুলিশ সুপার জানান, শনিবার (১৭ মার্চ) রাতে মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে থেকে ২১৬ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফুর রহমানের বাসায় অভিযান চালিয়ে আরো ৪ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।