রোববার (১৮ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোহানার মা সুলতানা বাংলানিউজকে বলেন, রাতে আমার মেয়ে সোহানা ও আমার ভাই বোন আচাড় খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ওদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ে মারা যায়। আমার ভাই বোন এখনো চিকিৎসাধীন আছে।
তবে নিহত সোহানার বাবা মো. সোহেল দাবি করেছেন, সোহানাকে তার মা বিষ খাইয়ে মেরে ফেলেছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ