সোমবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার বেড়াখোলা গ্রামের একটি ডোবা তার মরদেহ উদ্ধার করা হয়।
জামাত আলী ওই গ্রামের বিশা মোল্লার ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁজা গোলাম কিবরিয়া জানান, রোববার (১৮ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিলেন জামাত আলী। স্বজনরা অনেক খুঁজেও তার সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয় একটি ডোবায় কচুরিপানার নিচে তার মরদেহ দেখে থানায় ও বাড়িতে খবর দেন স্থানীয়রা। পরে বেলা ১২টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কোনো বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসআই