ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
খিলগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, খিলগাঁওয়ের তিলপাড়ার ২১ নং রোডে দুইটি বাড়ির মধ্যে লোহার নেটের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য ওই যুবকটি ভবনের উপরে উঠেছিলেন। পরে হয়তো অসাবধানবশত পা ফসকে উপর থেকে ভবনে বাউন্ডারিতে লাগানো লোহার নেটের উপর পড়ে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পরিচয় জানান চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।