সোমবার (১৯ মার্চ) বেলা ১১টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ এ জরিমানা করেন।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের কালা মিয়া বেপারি, আনোয়ার হোসেন ও চরভাগা গ্রামের শাহীন বেপারি।
ভেদরগঞ্জ ইউএনও সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, সকালে অভিযান চালিয়ে পরিবহনের সময় উপজেলার হোগলা পাকা সড়ক থেকে ৩ মণ জাটকাসহ ৩ জনকে আটক করে সখিপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ