ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
শিবচরে আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু সাজেদা আক্তারের ফাইল ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে আগুনে দগ্ধ হয়ে সাজেদা আক্তার (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুইটি ঘর পুড়ে যায়।

সোমবার (১৯ মার্চ) ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরে কিনাই মাতুব্বর নামে এক দিনমজুরের ঘরে আগুন লেগে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

এসময় বসতঘরে কিনাই, তার স্ত্রী ইসমোতারা ও ১০ বছরের প্রতিবন্ধী শিশু সাজেদা ঘুমাচ্ছিল। পরে আগুন লেগেছে বুঝতে পেরে কিনাই ও তার স্ত্রী দিশেহারা হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলেও সাজেদাকে বাইরে আনতে ভুলে যান। তারা ভেবেছিলেন সাজেদাও বের হয়ে অন্য কারো ঘরে আশ্রয় নিয়েছে। কিন্তু সাজেদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে, তখন ঘরের দরজার সামনে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় সাজেদার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে, দুপুরে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা তিনটি ছাগলের বাচ্চা ও বসতঘরসহ ২টি ঘরও পুড়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ভোরে শিবচরের নিলখীতে অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।