আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)
ঢাকা: নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৯ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে দুর্ঘটনায় নিহত ২৩জনের মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দুপুরে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসএ/ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।