সোমবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদেক উপজেলার হাটাব আতলাশপুর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাব্বিত হোসেন বাংলানিউজকে বলেন, সাদেক নিজ এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছিলেন পুলিশের কাছে এমন সংবাদ ছিল। পরে দুপুরে কদমতলা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিএ