ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

রূপপুরে ভারতীয় পরামর্শক নিয়োগ চুক্তিতে খসড়ায় অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
রূপপুরে ভারতীয় পরামর্শক নিয়োগ চুক্তিতে খসড়ায় অনুমোদন মন্ত্রিসভার নিয়মিত বৈঠক

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে ভারতীয় পরামর্শকের সেবা নিতে চুক্তিতে খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় খসড়াটি অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এছাড়াও মন্ত্রিসভায় ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮’; ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’; ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ‘জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮’-এর খসড়াও অনুমোদনের জন্য উত্থাপন হয়েছে সভায়।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে সরকার।
জিসিএনইপির সঙ্গে বিএইসির চুক্তির খসড়া সম্পর্কে মন্ত্রিসভায় পাঠানো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়িত করছে। এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাশিয়ান ফেডারেশন ছাড়াও একই ধরনের টেকনোলজি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ভারতের পরামর্শক/বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করা আবশ্যক।

এতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে ভারতীয় বিশেষজ্ঞ নিয়োগের শর্তাবলী সংবলিত সংযোজন ভারতীয় দূতাবাস থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তা চূড়ান্ত করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল গত ৪ ও ৫ জানুয়ারি ভারত সফরে যায়।

সেখানে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পর তা অনুস্বাক্ষর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৯,২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।