সোমবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় খসড়াটি অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
এছাড়াও মন্ত্রিসভায় ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮’; ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’; ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ‘জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮’-এর খসড়াও অনুমোদনের জন্য উত্থাপন হয়েছে সভায়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ও ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে সরকার।
জিসিএনইপির সঙ্গে বিএইসির চুক্তির খসড়া সম্পর্কে মন্ত্রিসভায় পাঠানো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়িত করছে। এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাশিয়ান ফেডারেশন ছাড়াও একই ধরনের টেকনোলজি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ভারতের পরামর্শক/বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করা আবশ্যক।
এতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে ভারতীয় বিশেষজ্ঞ নিয়োগের শর্তাবলী সংবলিত সংযোজন ভারতীয় দূতাবাস থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তা চূড়ান্ত করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল গত ৪ ও ৫ জানুয়ারি ভারত সফরে যায়।
সেখানে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পর তা অনুস্বাক্ষর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৯,২০১৮
কেজেড/জেডএস