সোমবার (১৯ মার্চ) সকালে জব্দ হওয়া জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এর আগে রোববার (১৮ মার্চ) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বরিশালের হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় বরিশাল সদর নৌ থানা পুলিশ।
পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আরোহন ও পরিবহন নিষিদ্ধ একটি ট্রলারবোঝাই ৪৫ মণ জাটকাসহ ইব্রাহিম বেপারীকে আটক করে নৌ পুলিশ। আটক ইব্রাহিম বেপারী বাউশিয়া এলাকার মৃত কাঞ্চন ব্যাপারীর ছেলে।
বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের বাংলানিউজকে জানান, সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের ভ্রাম্যমাণ আদালত আটক ইব্রাহীমকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং জব্দ হওয়া ট্রলারটি নিলামে বিক্রির আদেশ দেন। একইসঙ্গে জব্দ হওয়া জাটকা বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা এবং অসহায় দুস্থদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএস/এএটি