সোমবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে চাপুইর গ্রামের রহিম মিয়ার মেয়ের বিয়েতে গান বাজানোকে কেন্দ্র করে একই গ্রামের বাবুল মেম্বারের ছেলে রাজু আহমেদ এবং সর্দারবাড়ির শামসুল হকের ছেলে বিল্লাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে সোমবার সকাল ১০টায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এর মধ্যে রুনা বেগম (৩৫) ও বাবুল মিয়া (৪০) গুলিবিদ্ধ হন।
গুরুতর আহতরা হচ্ছেন- জয়নাল মিয়া (৩০), জামাল মিয়া (৫০), সাইফুল ইসলাম (২৫), রাব্বি মিয়া (১৮) মজনু মিয়া (৬০), রিফাত (৩০), কালু মিয়া (৪০), ইকবাল মিয়া (৩৩), শাহিন মিয়া (৩০), বাদল মিয়া (৩৫), নাঈম মিয়া (৫০), শরিফুল ইসলাম (১৮) ও জানু মিয়া (২৫)। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটানস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ