ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৫৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হাকর এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বাংলানিউজকে বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে তিনটার দিকে হাকর এলাকা অতিক্রম করছিল।
এ সময় ওই বৃদ্ধা ট্রেনটিতে কাটা পড়েন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।