সোমবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকরাম হোসেন সদর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলানিউজকে বলেন, শিক্ষক আকরাম মোটরসাইকেলে করে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিএ