ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।
উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এমএএএম/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।