ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

নেত্রকোনা: নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে স্বপ্না আক্তার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এতে সিএনজির যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১৬ জন।

সোমবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ।

নিহত স্বপ্না নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার মেয়ে।

এদিকে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশাটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।