ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন কুরিয়ার থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
সুন্দরবন কুরিয়ার থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ উদ্ধার হওয়া ইয়াবা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (২৭ আগস্ট) দুপুরে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, ইয়াবার চালানটি চট্টগ্রামের লোহাগড়া থেকে ঢাকায় আসে। চারটি পার্সেলে ফেস ক্রিমের ৪০টি কৌটায় ৪০ হাজার পিস ইয়াবা বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবার পার্সেল রিসিভ করতে এলে চার মাদক বিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।