সোমবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং বাকিদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বানিয়াচং-থেকে আজমিরীগঞ্জগামী চান্দের গাড়িটি বেপরোয়া গতিতে শিবপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস