ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে চান্দের গাড়ি খাদে পড়ে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
আজমিরীগঞ্জে চান্দের গাড়ি খাদে পড়ে আহত ২০ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া চান্দের গাড়িটি। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডের শিবপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং বাকিদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বানিয়াচং-থেকে আজমিরীগঞ্জগামী চান্দের গাড়িটি বেপরোয়া গতিতে শিবপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন।  

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।