সোমবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন আরো তিনজন।
নিহত মনোয়ারা বেগম উপজেলার যাত্রাপুর এলাকার নান্নু মিয়ার স্ত্রী।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে জানান, সকালে আশুগঞ্জ রেলগেট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলার দূর্গাপুর এলাকায় যাচ্ছিল। পথে সোনারামপুর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মনোয়ারা মারা যান। এসময় আহত হন আরো তিন যাত্রী।
তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগিকে আটক করা হলেও অটোরিকশার চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআই