ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কমিউনিটি পুলিশ অঞ্চল প্রধানের বাসায় ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
চাঁদপুরে কমিউনিটি পুলিশ অঞ্চল প্রধানের বাসায় ডাকাতি ডাকাতি হওয়া বাড়িটিতে পুলিশ। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকায় কমিউনিটি পুলিশ অঞ্চল-৬ এর সভাপতি ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। 

রোববার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।  

সোমবার (২৭ আগস্ট) সকালে পুলিশ সুপার জিহাদুল কবির ও চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে বিকেল পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।

ডাকাতির শিকার অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বাংলানিউজকে বলেন, মুখোশ পরিহিত সাতজনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ঘরে ঢুকেই তারা আমার বড় ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন খান, আমার স্ত্রী এবং আমার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা চাবি নিয়ে স্টিলের আলমিরায় রাখা নগদ ৯০ হাজার টাকা, ৬টি দামি মোবাইল ফোন সেট, সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।  

প্রায় ত্রিশ মিনিট ধরে অপারেশন চালিয়ে ডাকাতদল নির্বিঘ্নে চলে যায়। পরে চিৎকার শুনে আশপাশের মানুষ এসে আমাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় কমিউনিটি পুলিশ অঞ্চল-৬ এর টহল সদস্য জিলান গাজীকে আটক করেছে পুলিশ।  

অধ্যাপক মোহাম্মদ হোসেন খান চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। তিনি চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং কমিউনিটি পুলিশ অঞ্চল-৬ এর সভাপতি। তার স্ত্রী শিরিন আক্তারও গণমাধ্যম কর্মী এবং শিক্ষক।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।