সোমবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডে তোরণটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।
প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
তোরণ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার আহমেদ ও প্রয়াতের ছোট ভাই আল-মামুন মনোয়ারুল হাই প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস