এ উপলক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ‘দ্যা প্রজেক্ট ফর ইম্প্রুভমেন্ট অব রেসকিউ ক্যাপাসিটিস ইন দ্যা কোস্টাল অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার' প্রকল্পের আওতায় এ চুক্তি সই হয়।
সোমবার (২৭ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম চুক্তিতে সই করেন। জাপান সরকারের পক্ষে বিনিময় নোটে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি ও অনুদান চুক্তিতে ঢাকায় নিযুক্ত জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতা।
বোট কিনতে দু’টি চুক্তির আওতায় ২১১ কোটি ৭৪ লাখ টাকা অনুদান দেবে জাপান।
ইআরডি সচিব জানান, ২৪টি অত্যাধুনিক বোট দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকায় সুরক্ষা দেবে। অভ্যন্তরীণ নৌপথে দুর্যোগ পরবর্তী উদ্ধারের সক্ষমতা বাড়বে। এছাড়াও ৪টি মেরিন ওয়েল পলিউশান কন্ট্রোল যন্ত্রপাতির মাধ্যমে সমুদ্রের তেল-গ্যাস নিয়ন্ত্রণ সুরক্ষা দেওয়া হবে।
এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের দীর্ঘ সমুদ্র অঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রতিরোধ, সমুদ্রে কর্মরত জনগণ ও বাণিজ্যিক জাহাজগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে এসব উপকরণ।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমআইএস/এএ