সোমবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিমা ওই গ্রামের মিরন তালুকদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিমার বাবা চাকরি সূত্রে পরিবার নিয়ে কেরানিগঞ্জে বসবাস করেন। কোরবানির ঈদে ছুটি নিয়ে স্বপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সকালে রিমাকে তার মা পারভীন বেগম ভাত খেতে ডাকে, এ সময় রিমা না এসে রুমে চলে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা রুমের ভেতরে ভ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলে থাকতে দেখে রিমাকে।
এ অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমএস/আরবি/