ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের বিদেশি কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের বিদেশি কর্মীর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত তাপ বিদ্যুৎকেন্দ্রের এক বিদেশি কর্মীর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় সোমবার (২৭ আগস্ট) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এর আগে কলাপাড়ায় কর্মস্থলে বসে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে।

মৃত লি ঝংজিয়া (৩৭) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালি এলাকার তাপ বিদ্যুৎকেন্দ্র প্রজেক্টে কার্পেন্ট্রি/তক্ষণ পদে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রনবীর দাস।  

তিনি বলেন, হাসপাতালে আসার আগেই চীনা পাসপোর্টধারী ওই ব্যক্তির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।