ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
সেনবাগে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন থেকে মো. হাসিবুর রহমান রায়হান (২৮) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে জেলা গোয়েন্দা 
পুলিশ (ডিবি)। 

এসময় তার কাছ থেকে এনএসআই'র একটি নকল আইডি কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মো. হাসিবুর রহমান রায়হান ওই গ্রামের সফিকুর রহমানের ছেলে।

এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, হাসিবুর রহমান বেশ কিছুদিন ধরে নিজেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) এলাকায় জরিপের কাজ করে আসছিল।  

এসময় সে সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে কি গ্রহণযোগ্যতা আছে তা নিয়ে সদর দপ্তরে ভালো রিপোর্ট করবে বলে প্রার্থী ও নেতাদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকেও চাঁদা আদায় করে আসছিল।  

পরে খবর পেয়ে দুপুরে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নকল আইডি কার্ড ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।