ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় নামবে ঝকঝকে বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় নামবে ঝকঝকে বাস

ঢাকা: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগরীর বাস রঙ করে সৌন্দর্যবর্ধনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সভায় সড়ক-মহাসড়কে ইজিবাইক, ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন-করিমন কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।