ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে ১০ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
গোসাইরহাটে ১০ কেজি গাঁজাসহ আটক ১

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১০ কেজি গাঁজাসহ সাত্তার মাল (৫০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মহেশ্বরপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাত্তার ওই গ্রামের মৃত জব্বার মালের ছেলে।

 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সাত্তারকে আটক করা হয়। এ সময় হাসান মাল নামে অপর এক মাদকবিক্রেতা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।