সোমবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মহেশ্বরপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাত্তার ওই গ্রামের মৃত জব্বার মালের ছেলে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সাত্তারকে আটক করা হয়। এ সময় হাসান মাল নামে অপর এক মাদকবিক্রেতা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস