ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ মাসুদা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের রেল বস্তি এলাকার আজিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতরের রাখা একটি স্কুলব্যাগ থেকে ১০১পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৩ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় ইয়াবা সম্রাজ্ঞী আজিজুলের দ্বিতীয় স্ত্রী জোহরা বেগম পালিয়ে গেলেও সহযোগী ছেলের বউ মাসুদা বেগমকে পুলিশ আটক করে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জোহরা বেগম জয়মনিরহাটের এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।