সোমবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের রেল বস্তি এলাকার আজিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতরের রাখা একটি স্কুলব্যাগ থেকে ১০১পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৩ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জোহরা বেগম জয়মনিরহাটের এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার নামে ভূরুঙ্গামারী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এফইএস/ওএইচ/