ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ডাম্প ফেরি যমুনা ও টাপলো ডুবোচর থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ডাম্প ফেরি যমুনা ও টাপলো ডুবোচর থেকে উদ্ধার আটকে পড়া ফেরি উদ্ধার। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের লৌহজং টার্নিং পয়েন্টের ডুবোচরে আটকে থাকা ডাম্প ফেরি যমুনা ও টাপলো উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ফেরি দু’টি ডুবোচরে আটকে পড়লে উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে নয়টার দিকে ফেরি দু’টি উদ্ধার করা হয়। এসময় ফেরিতে যানবাহন ও অসংখ্য যাত্রী ছিল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ভোরে কাঁঠালবাড়ী ফেরি ঘাট থেকে দু’টি ডাম্প ফেরি শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করার পর লৌহজং টার্নিং পয়েন্টের কাছে ডুবোচরে আটকে যায়। পরে ডুবোচরের স্থানে ড্রেজার দিয়ে খনন করে ওআইটি জাহাজ এর মাধ্যমে ফেরি দু’টি ডুবোচর থেকে উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে ফেরি দু’টি ডুবোচর থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।