বুধবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শহিদ হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আ. করিম মোল্লার ছেলে ও পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
শহিদের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে শহিদ ও তার স্ত্রী খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে স্বামীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, সিঁদ কেটে ঘরের ভেতরে ঢুকে শহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাকসুদুর।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএস/আরআইএস/