বুধবার (২৯ আগস্ট) ভোর রাতে আরাপপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম পাভেল শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, শহরের আরাপপুর এলাকায় সাইফুল ইসলাম পাভেল অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার কাছ থেকে একটি নাইনএমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৩টি বোমা ও ৫৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
আরএ