ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন ভাঙন কবলিত তিস্তাপাড়ের মানুষের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: তিস্তার কড়াল গ্রাসে বিধ্বস্ত সর্বহারা পরিবারের মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই ও তিস্তার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে।

বুধবার (২৯ আগস্ট) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়ায় তিস্তা নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সহস্রাধিক নারী পুরুষ।

তিস্তায় সব কিছু হারিয়ে পথে বসা এসব মানুষ জানান, তিস্তার কড়াল গ্রাসে বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

কয়েক বছরের ব্যবধানে এক একটি পরিবার ৮/১০ বার তিস্তার ভাঙনের শিকার হয়েছে। নদী ভাঙনের ফলে ছোট হয়ে আসছে মহিষখোচা ইউনিয়নের মানচিত্রটি। গোবর্দ্ধন, বারঘড়িয়া, বাহাদুরপাড়া ইতোমধ্যে তিস্তায় বিলীন হয়ে গেছে।  

তিস্তার ভাঙনে সব হারানো পরিবারের মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই ও তিস্তার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেছেন।

মহিষখোচা ইউপি সদস্য আজাহার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর আলম, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুর আলম সেফাউল, রংপুর কারমাইকেল কলেজের ছাত্রী জাকিয়া ফারহানা, কৃষক আনছার আলী, নজরুল মিয়া, ইচা মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।