বুধবার (২৯ আগস্ট) দুপুরে মহাসড়কের নলকা ব্রিজ থেকে সাহেবগঞ্জ বাজার পর্যন্ত এ যানজট দেখা যায়।
যানজটের কবলে পড়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে শত শত যানবাহন দাঁড়িয়ে রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের দক্ষিণের ব্রিজে একটি সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনকে মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
তবে অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিছুটা যানজটের রেশ রয়ে গেছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি