বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামের আইউব আলী হাওলাদারের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ওই তরুণীর বয়স অনুমানিক ২৫ বছর হবে। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি