ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
পাথরঘাটায় তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামের আইউব আলী হাওলাদারের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে।  

ওই তরুণীর বয়স অনুমানিক ২৫ বছর হবে। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।