ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধ দমনে সিলেটে পুলিশের নতুন টিম ‘সিআরটি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
অপরাধ দমনে সিলেটে পুলিশের নতুন টিম ‘সিআরটি’ প্রশিক্ষণ মহড়ায় সিআরটির সদস্যরা। ছবি: আবু বকর/বাংলানিউজ

সিলেট: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সঙ্গে যুক্ত হলো ২৪ সদস্যের ক্রাইসিস রেস্পন্স টিম (সিআরটি)। বিদেশে বিশেষ প্রশিক্ষণ নেওয়া সিআরটি’র সদস্যরা বড় ধরনের অপরাধ দমনে পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করবে সিলেট মহানগরে।

বুধবার (২৯ আগস্ট) সকাল দুপুরে জেলা পুলিশ লাইন্সে মাসব্যাপী প্রশিক্ষণ আধুনিক সরঞ্জামাদিতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা এক মহড়ায় অংশ নেন।  

পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ।

 

তিনি বলেন, এখন থেকে সিলেটে যেকোনো বড় ধরনের অপরাধ মোকাবেলায় বিশেষায়িত টিম সোয়াটের আদলে কাজ করবে সিআরটি। মাদক চোরাচালান নির্মূল, জঙ্গি গোষ্ঠী দমন, বড় ডাকাত দল প্রতিরোধসহ দুর্ধর্ষ অপরাধীদের ধরতে কাজ করবে এ টিমের সদস্যরা।

প্রশিক্ষণ মহড়ায় সিআরটির সদস্যরা।  ছবি: আবু বকর/বাংলানিউজপরিতোষ ঘোষ বলেন, ব্যুরো অব ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিপার্টমেন্ট ‘এন্টি টেরোরিজম এসিস্টেন্স’ (এটিএ) প্রকল্পের আওতায় জর্দান ও সিলেটে অনুষ্ঠিত প্রশিক্ষণের ব্যয়ভার বহন করে যুক্তরাষ্ট্র। এই টিমের ২৮ সদস্য জর্দানে মাসব্যাপী প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন।

পরিতোষ ঘোষ বলেন, চলতি বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত এই টিমের সদস্যরা জর্দান পুলিশ ট্রেনিং কলেজে প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে সোয়াতের প্রশিক্ষকরা সিআরটিরও প্রশিক্ষক ছিলেন। শুধু প্রশিক্ষণই নয়, সিআরটি টিমের সদস্যরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এসব অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

এসএমপি সূত্র জানায়, সিআরটি টিমের দায়িত্বে আছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন। টিম লিডারের দায়িত্বে পালন করবেন সহকারী পুলিশ কমিশনার আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী।

প্রশিক্ষণ মহড়ায় সিআরটির সদস্যরা।  ছবি: আবু বকর/বাংলানিউজ
বর্তমানে এই টিমে রয়েছেন দুই পুলিশ পরিদর্শক, ছয় উপ-পরিদর্শক, দুইজন করে উপ-সহকারী পরিদর্শক ও নায়েক এবং নয়জন কনস্টেবল।  

ভবিষ্যতে এই টিমের সদস্য সংখ্যা আরো বাড়বে জানিয়ে এসএমপি সূত্র আরো জানায়, সিআরটি টিম নিয়মিত সিলেট জেলা পুলিশ লাইন ও নগরের আখালিয়াস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে নির্ধারিত এলাকায় প্রশিক্ষণ চালিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।