দীর্ঘ সাতঘণ্টার চেষ্টায় পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরাতে সক্ষম হলে বুধবার (২৯ আগস্ট) দুপুর দুইটার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৮ আগস্ট) দিনগত রাত ২টার পর বনানী থেকে বিমানবন্দরগামী সড়কে লা ভিঞ্চি হোটেলের সামনে একটি ট্রাক উল্টে যায়।
পুলিশ জানায়, ২০ টনের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে ট্রাকটি সরাতে কাজ শুরু করে পুলিশ। প্রথমে ট্রাকটিকে কাটা হয়, এরপর ক্রেনের সাহায্যে সরানো হয়। এ কারণে দীর্ঘ সময় ধরে রাস্তা প্রায় বন্ধ ছিলো।
ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল আলম বলেন, ট্রাকটি সরানোর পর দুপুর ২ টার দিকে সড়কে যান-চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
পিএম/ওএইচ/