ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক উল্টে বিমানবন্দর সড়কে দীর্ঘ জট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ট্রাক উল্টে বিমানবন্দর সড়কে দীর্ঘ জট ট্রাক সরাতে কাজ করছে পুলিশ, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কের খিলেক্ষেত এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে পুরো সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

দীর্ঘ সাতঘণ্টার চেষ্টায় পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরাতে সক্ষম হলে বুধবার (২৯ আগস্ট) দুপুর দুইটার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৮ আগস্ট) দিনগত রাত ২টার পর বনানী থেকে বিমানবন্দরগামী সড়কে লা ভিঞ্চি হোটেলের সামনে একটি ট্রাক উল্টে যায়।

এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ থাকলেও অপর পাশে মোটামুটি স্বাভাবিক ছিলো। সকালে যানবাহনের চাপ বাড়তে থাকলে পুরো সড়ক প্রায় স্থবির হয়ে পড়ে।

পুলিশ জানায়, ২০ টনের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে ট্রাকটি সরাতে কাজ শুরু করে পুলিশ। প্রথমে ট্রাকটিকে কাটা হয়, এরপর ক্রেনের সাহায্যে সরানো হয়। এ কারণে দীর্ঘ সময় ধরে রাস্তা প্রায় বন্ধ ছিলো।

ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল আলম বলেন, ট্রাকটি সরানোর পর দুপুর ২ টার দিকে সড়কে যান-চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।