বুধবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম পচাকান্ত গ্রাম থেকে তাকে আটক করা হয়। খোরশেদ উপজেলার চকচান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খোরশেদ এলাকার মানুষের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। সকালে পশ্চিম পচাকান্ত গ্রামে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে তাকে ধরে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস