ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে জামায়াত নেতাকে ধরে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
না’গঞ্জে জামায়াত নেতাকে ধরে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সাহাবউদ্দিন নামে এক জামায়াত নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেয়। সাহাবউদ্দিন ওই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার লোকজন তাকে ধরে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান, সাহাবউদ্দিন জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে দু’টিসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।