বুধবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা এলাকার একটি ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল জলিল উপজেলার হর্সি গ্রামের মৃত জব্বারের ছেলে।
চাতালের মালিক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, আমার চাতালে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন জলিল। দুপুরে চাতালের মোটর লাইনের তার জোড়া দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআরএস