বারিক খাঁ উপজেলার চকরাজাপুর গ্রামের মৃত ওয়াহেদ খাঁর ছেল।
বুধবার (২৯ আগস্ট) বিকেল পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আজম বাংলানিউজকে জানান, এবার ভাঙনের কবলে পড়েছে বারিক খাঁ’র বসতভিটা। মঙ্গলবার সন্ধ্যায় ডিঙি নৌকা নিয়ে বাড়ির আসবাবপত্র অন্যত্র নিয়ে যাচ্ছিলেন বারিক খাঁ ও প্রতিবেশী কামরুল শেখ। এ সময় স্রোতের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়। তার সঙ্গী কামরুল সাঁতরে তীরে আসলেও নিখোঁজ হন বারিক।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন রেজা বলেন, এক ব্যক্তি নিখোঁজের বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এছাড়া তাকে উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। তার আসলে উদ্ধার অভিযান শুরু করা হবে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসএস/ওএইচ/