ঢাকা: নির্বাচনকালীন (ইন্টেরিম) সরকারে নিজেও থাকবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, নির্বাচনকালীন (ইন্টেরিম) সরকারে আমিও সম্ভবত থাকবো।
বুধবার (২৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
এ সরকার কবে হবে- জানতে চাইলে তিনি বলেন, আমার ধারণা অক্টোবর মাসে হবে।
ডিসেম্বরে তো নির্বাচন হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তিনমাসের মধ্যে হতেই হয়। সো অক্টোবরের সামটাইম, মিডেলে হতে পারে।
নির্বাচনকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে জানতে চাইলে আবুল মাল মুহিত বলেন, 'নো আইডিয়া। '
অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি মনে হয়, ইন্টেরিম সরকার পর্যন্ত আছি। '
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসই/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।