বুধবার (২৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা উপজেলার রূপচন্দ্রপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আতিকুল নামে আরও একজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএএএম/ওএইচ/